কে আসল কেবা নকল – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

কে আসল কেবা নকল
বুঝা যাবে আসলে ধকল।
আপনাকে চিনেছো কে আমি
কখনো ভাববে না তুমি।

কে হয় সত্য গামী
মিথ্যা কে ঠক বাহারী।
জাতিভেদ তর্ক ভূতের আড়ি
দেহে চোর তার কি খবর রাখি।

কে কয় পূর্ণ দামী
পাপী কে পাপাচারী।
আছি বেশ ভালো রঙের বাড়ি
কবে কোন ছুটবে দমের পাখি।

দেহীফারুক কে জানি
মনে যার সে মানি
আসে যাই স্বজন কোলাকুলি
আবেজম মহান কূপের পানি।

Leave a Reply