মন/মনা মজলে ভবের পিরিতে,
খোঁজ রাখোনা আপন বাড়িতে।
যাবে যাবার শতকরা,
গিট পড়িবে নাড়িতে।
বন্ধ হবে আনা বুনা,
মোকামেতে ঝুলবে দেনা।
সাধলে তরে ছাড় পাবে না,
যার যাতনা জ্বলিতে।
দম্ভ যবে রফা দফা,
গড়িয়ে লুটাইবে খাঁচা।
ডাকলে পরে আর কবে না,
কই গেলেরে ছুটিতে
ছন্দ পাবে চির চেনা,
দেহীফারুক বাধে গানা।
বাজাও বাদ্য বাদক সেনা,
কলী যুগরে ললীতে।