গুড বাই । গীতিকবিতা/ অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

নিঠুর প্রিয়া তোমায় দিলাম,
গুড বাই নমোস্তি সালাম।
ওরে আমার ডিয়ার ওরে আমার পিয়ার,
দিজ ইজ মাই ভালবাসা দিজ ইজ মাই শেয়ার।

বাউল আমি তাই থুড়ায় কেয়ার নাই,
কর জোরে মিনতি আমার তুমি মহালয়।
কোলে প্রাণের পুটিলা আমায় ছুইতে দিলানা,
আমার ঘরের ভাত খেয়েরে আমার নামে নিলাম।

দাউস নারী যাই টিয়োনো ধর্ম ভাই,
বেয়াদবের হাইহিলে আদম দলায়।
তলে প্রাউট কামনা যাইবা রাজধানী ঢাকা,
তোমার পরের পরকিয়ারে মোরে দিলে বদনাম।

টাউট দাবী দায় মরার উপর ঘায়,
এইদিন দেখার ছিল ওরে মহাশাইঁ।
গলে ত্রাসের অহনা দেহীফারুক মরে না,
আমার ইউপি কাউন্সিলে তোমার বাদী পেলাম।

Leave a Reply