গুরু লালন। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

জাত ছুট ছেলেটি,
মহানন্দ গো নেতাজী।
দয়ারে মানব গুরু লালন,
দেহীফারুক করো পালন।

এই খাঁচা ধড় বসতী,
বাঁচো পাখী একাকী।
পিছে ধেয়ে জোমের সমন,
প্রাণ পাখীর ধরবে মরণ।

হায় মন মোর শকতী,
মিছে জাত জগতী।
জিতে দেখো আরশী নাগর,
প্রাণান্তর মনুরায় গমন।

আয় এলো দিন আখেরী,
দিশে হারা ফেরারী।
জানলেনা মানব কী ধন,
আনন্দ মাধুর্য্য সৃজন।

Leave a Reply