দিনের আলো থাকতে কানা,
চশমা কিনিও।
লা শারিক আল্লাহ,
দীপ্তি তুমি চিনিও।
এক আহাদে আসীন তিনি,
নবী রুপ তার রৌশানী।
আল আমিনে হয় মুহাম্মদ,
আদম রুপ তার জানিও।
তাহার রুপে সৃষ্টি তুমি,
আদেশে বইছে ভুমি।
তাহার চ্যুতি হলেরে মন,
অতল কুপ তার দেখিও।
আদমেরো পাজর ভাঙ্গি,
হাওয়াকে করলে সাথী।
দেহীফারুক বলে খাটি,
রুপ রুপো তার মানিও।