তুই ছাড়া আমার কেহো,
নাই বন্ধুরে।
ফিরে ফিরে তুহার পানে,
তাই চাইয়া থাকি রে।
চড়ক মড়ক খেলা করে,
দিলে অথই দূর সফরে।
আমার মাঝে তোমার ছবি,
কোথাই গেলে পাই বন্ধুরে।
রকম সকম মেলা বসে,
হুলে বাবুর চরকা ঘোরে।
শংকা ডরে পরাণ ধরি,
যেথাই নেবে নাও বন্ধুরে।
ধরম পরম বেলা শেষে,
পড়বে দয়া অবশেষে।
দেহীফারুক আপন গড়ি,
সেথাই রবে জয় বন্ধুরে।