জন্মিলে পরিবে পরে,
জন্ম জন্মা চরাচরে।
চলো হই চৈতন্য চেতন,
দেখো না ঝাকমারী রে বন।
সাধ্য সাধন সদয় হলে,
জোম যাতনা যাবে চলে।
নিশিদিন ভরসা ওরে মন,
মেলছেন মহা আয়োজন।
আদ্য আদম বিনয় পেলে,
এই মানবে কি না ফলে।
রোপ বীজ ঈমানীর যতন,
খেলছেন লীলা নিকেতন।
বাক্য বচন উদয় দিলে,
দেহীফারুক বলে গেলে।
বিধি ধন এ বরাতে লালন,
গেথেছেন গীতা নিবেদন।
অনেক গভীর কথা যেখানে লুকিয়ে আছে মহা সত্য,আদম সত্যের জয় হোক মানবতা প্রতিষ্ঠিত হোক।
ধন্যবাদ