জানি তুমি আসিবে না
আমায় ভালবাসিবে না।
বান্ধবী গো দিয়ে গেলে
আহা নিঠুর ছলনা।
তোমার বুকে রাইখা মাথা
রাত জাগিয়া কইবো কথা।
তোমার আমার সুখ মিলনে
সঁইগো ভাসা হলো না।
রিদয় জুড়ে কতই আশা
মোর আপনে হইবো সখা।
আমার সহজ এই কপালে
সঁই তুমি সইলে না।
আমায় ছুড়ে বারুদ গোলা
তুমি হইছো রাহুর বালা।
দেহিফারুক মরুক মইলে
সঁই মানুষ চেনো না।