জ্ঞানের নয়ন হয় বড় মহিয়ান, না পাইলে অবশ্যই তুমি হবে কাঙ্গাল। বিশ্বাসে মিলাই বস্তু, অবিশ্বাসে দূর, শয়তানের বকাবাজি বোকমিতে মশগুল। ঐ হতভ্রষ্টা নষ্টে ধ্রবদ্রষ্টা কুষ্টকর, পরচর্চায় ব্যস্ত মেতেছে রে চুকোলখোর। শোনো রে প্রবঞ্চনাকারী প্রবঞ্চক, তোমারে প্রবঞ্চনায় পায়িবে হররোজ। হর্তাহ’র সৃষ্টি স্বপলক স্বদৃষ্টি, আঁকিয়াছেন ভালবাসার অপরুপ স্বকৃষ্টি। জীবন ও জগৎ জন্মান্তর জন্মাচর, পাপিদের জরিয়াছে আপদ মস্তক ধড়। অপরের লাগি দেয় যে যন্ত্রনা আগুন, যন্ত্রনার আগুনে হয় সে জীবন্ত দাফন। বেবোধে তা কেমনে বুঝিতে পারে, খাটা-খাটি কৃতকর্ম শেষে আক্ষেপে পোড়ে। কর্মতে এসে মর্ম উদ্দেশ্য ত্যাগে, ধর্মের ঝান্ডা উড়ে, ডংকা জোরছে জিকির পাড়ে। ভেলকিবাজির দিন ফুরালে, ভাবটা যেন সব পেয়েছে, মর্খ বুঝবে অবশেষে। এলো এ যুগ আগলা দোষে, মানব রুপে মানবতা শূন্য হায়না পোষে। স্বার্থ দন্দে চলে স্বার্থের জোড়াজোড়ি, লালসায় যাযাবর স্বার্থের দৌড়াদৌড়ি। ধর্মান্ধ জাতি এনেছে ধর্মে অনাচার, একই সত্যের প্রচার এত জাত বল কার? স্বার্থের দাবানলে জাতের গোলাম, জাত জাত করিও না আসমানী এলহাম। জীবন ও জামানার যার যার দায় ভার, শাস্তিযোগ্য পাপি দেয় শান্তি’র আযান। কল্যাণের আহ্বান দলে বলে ছুটে যান, বলেনতো এতে কার আসে কল্যাণ? ঔষধ পড়লে যায়না রোগ, মন্ত্র পড়ে যায়না শোক, জীবন নিজের নিজেই বোঝ। দূরে বা বনে যে অন্যে করে খোঁজ, জেনে নাও মস্ত নির্বোধ, সে আজিব এক ঝোপ। কয়দিন আর মানব ঘরে হাম্মারেঙ্গা বসত ওরে, মৃত্যুতে বলতে পারো কোথায় ফেরে? ধর্মশালা গড়িয়া তোমরা হয়েছো ধর্মরাজ, চেনো কি তারে জীবন ও জগৎ যার? ভুতে ধরা ভন্ডামি জানি ছাড়বা না আর রংবাজি, লে হাওয়া এলো আখেরী। করো কোথা বাহাদুরি, কেউ নাই কাহারি, ভবের ভালাবাস সর্বনাশার মায়ারী। আবার আসিবো ফিরে সুরে স্বরে গান নিয়ে, আপন চেতন সুখ আমারই। বিবেকের চেয়ে নাই কোনো কাছারি, জাতের জনতা বেশ আচারি, জগৎ ও জীবন নাই শেষ তাহারি। হৃদয় ধন্য প্রেমের বাণী, হর্তাহ প্রেমের জয়’র ধ্বনি, প্রেমের উৎস হৃদয় ভুমি। ভুতের প্রিরিতি হয় ছোঁয়াছে, তাঁরকাটা নেশারী আমেজে, যাই নিয়ে গহীন আঁধারে। আপন হৃদয় গহীন তলে, প্রেমের সুভাব চলে, জয় প্রেমের হৃদয় পুরে স্বর্গ মেলে। সৃষ্টি বলয়ের প্রাচীর ভেঙ্গে, সৃষ্টির হৃদয়ে স্রষ্টা এলে, আদম রুপে অবতরণ হলে। মোহর পর্দা যেই টুটিবে, মাথায় বজ্রাহত হবে, আমলে আউলিয়া অনন্তে পাবে। স্বার্থপরের রাখিবো বামে, হিংস্ররা যা জলে, আপন বাগিচায় গায় সুরে স্বরে।