জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব ১৬

জীবন ও মৃত্যুর রহস্য মাড়িয়ে, অমরত্ব প্রেরনার সুবাস ছড়িয়ে, জাতের ফেতনা পুড়িয়ে। পাপি তাপি হৃদপিন্ড কাঁপিয়ে, অনন্ত চেতনায় মর্ম মাহাত্মে, দাও সে সত্য হরিয়ে। সুর সারেঙ্গে সৃষ্টার সৃষ্টি তরঙ্গে, সৃজীলেন বিশ্ব মহাভান্ড জীব, সুর মহারঙ্গে। প্রদাহ ধমনি কোষ দেহ পূর্ণাঙ্গে, সুর ধ্বনি সঞ্চারি ছন্দ স্বরে, ভাষায় আদম অঙ্গে। জগৎ অরণ্যে ভরা জীব জানোয়ারে মহা সমারোহ, জ্ঞানী মানব মহা অনন্য। ওহে মানব প্রানবন্ত কথা মানবেরই জন্য, মানব জীবনে এসে হইও নাকো বন্য। জীবশ্রেষ্ট মানব তুমি প্রাণে তাকে কি ভাবছো? সময়ের চরমে কিতা কাম করছো? জাতের বাহাদুরি ভেদাভেদে লড়ছো, মানবতা বলী দিয়ে, মানবকে মারছো। বাহারে মশাই সেজেছো কঁসাই, অজানা এ নিঝুপ পুরে, গোয়ার তুমি দম্ভ জোয়ারে। হিংসার অন্ধকারে গিয়াছো তলায়ে, বান্ধা পড়িয়াছে নরক খুয়াড়ে, যাও জীবন জাহারে। অসভ্যতার পালোক জড়িয়ে, সভ্যতার জাহির উড়িয়ে, তোমরা যাচ্ছো তলিয়ে। ঝিরিঝিরি মৃদু বায়ু, দৌড়ছে দৌড় ঘুরতাছে, কি জানি কোন দিন আইসাছে। হও সাবধান সত্য ধাবমান, মিথ্যায় আগুন জলতাছে, জাতের গোলাম পুড়তাছে। পাহিয়াছো এহকাল, আসবেই পরকাল, অনন্তকাল বয়ে নিজ চেনা চেতনায়। পাই সৃষ্টিরে পাই, সৃষ্টা আছে তাই, সৃষ্টি হারাবার নাই, সত্যের হবে জয়। জীবন ও জগতে যাপিত যাপনে, কার্যকারণ ছাড়া ভাসোনী ভুবনে, বিচার পাবে জীবনে। রবে নানে সবে নানে, ওভাবে হবে নানে, গাল ভরা গপ্পে মানুষ হওয়া যাবে নানে। পাল্টে গেছে বদলে গেছে, হঠাৎ করে উল্টে গেছে, চার চিজের তেলেছমাতি তোড়ছে। আগুন, পানি, মাটি, বায়ু, যা দেয় প্রাণের আয়ু, তাতেই পাপ পূণ্যের সমাধান শুরু। দিনের আলোয় যেমন তেমন, রাতে মাজার গুরু, সর্পগর্তে বুনো ইদুর প্রাণ দুরুদুরু। ম্যাচের গুরু ভাই পাগলা নুরু, মর্মের ধারাপাত সবেতো শুরু, বজ্র মেঘে গুড়ুমুড়ু। বিচার হবে হচ্ছে বিচার, ভাঙছে জমজমাট ভূতের আচার, বেশ কালবেলা দুপুর। হাপুর হুপুর ঝাপ পাড়িলে, হাক্কা হুয়া ঝাঁক ধরিলে, এবার কেয়ামতের উলনীলে। পরের ধনে করো মাতব্বারি, অনেক হয়েছে সে বাটপারি, নিজ চেতনায় হারায়ে আপনারী। জীবন ও জগৎ এমনি ভাসে নাই, জনক ছাড়া জননী হয় নাই, সৃষ্টা আছে সৃষ্টি তাই। প্রাণ দীপ্ত প্রেরনায় আপনারী চেতনায়, জীবন সানন্দ স্বাদ পায়, তুমি আছো বাঁচি তাই। জাত জাতিনী বোঝে নাই, আপন মর্ম খোঁজে নাই, তাদের ভন্ডামি ভূতে ধরা খবর রাখে নাই। লোভে লাভে বয়ে চলো, কে তোমারে দেবে বলো, আদম ছাড়া সেজদা পেয়েছো কোথায়? সে প্রেম শিখাইলি, পিরিতে মজাইলি, দেহীফারুক দরদে ও প্রাণ দরদী। কোথায় পেলে দলিল প্রমান, আদম হলে সেই জ্ঞানবান, আদম-আল্লাহ একই মহান।

2 thoughts on “জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব ১৬

Leave a Reply