আমি তুমি সে যেমন, হরতাহ মহান আছেন তেমন। হৃদয় যেমন যাইনা দেখা, ও যে সুমধুর অনুভব। হর্তাহ মম হৃদয় সম, সত্য মহৎময় সত্যাসদয়। দূর-গগণে শশীর সনে, কোন বাঁধনে ভুবন চলে। কোন বাঁধনে জলের-রাশি, হঠাৎ ফেঁপে উঠলো মাতি। কাহার তরে কোন প্রেমেতে, ভুবন আজো কেঁদে ফেরে। সতত প্রেমের ফুলের সুধা, সত্য জনে লব্ধ করে। অনেক ঝিনুক সেছে-বেছে, মুক্তা দানার দেখা মেলে। স্বর্গ সুখের অময়-প্রভা, প্রেম ছাড়া কী পাইবে আভা। যাহার কৃত তাহার পাওয়া, তাহার সনে বসত করা। একী আলোর উৎস থেকে, সকল আলো প্রভা মেলে। প্রভূর প্রেমে এইতো রিতি, মানব দুখে তিনি দুঃখী। মানব তাহার প্রেমের ফসল, না জানিলে জীবন বিফল। আলোকিত মানব জীবন, ভবে সবাই কেনো অন্যরকম। মহান প্রেমের অমর স্মৃতি, আদম প্রভুর অমর প্রাপ্তি। মনের দামে পোশাক কিনা, মহৎ প্রেমিক স্বর্গ হরা। দিক হারাদের সঠিক দিশা, কেমনে মেলে ভাগ্য লেখা। ভাগ্য গুণে প্রাপ্ত যেমন, হিসাব-নিকাশ মিলছে তেমন। প্রভুর প্রিয় জনম নিয়ে, ভ্রান্ত ভুলের জন্ম দিলে! নিকাশ তোমার বড়ই বিকাশ, দেখো সময় ঐ কার। কাহার ভজো স্তুপ গেড়ে, মরম ধ্যানে-ধ্যানী হও গে। বড়ই প্রিয়ম মহিম তিনি, দর্শনে জুড়াই মানব পরাণী। কোথায় গেছো কোথায় আছো, ভাবলে মন চুমকা জানি। শুভাসৎ কোন শুভ ক্ষণে, তাহার সফী পড়লে মনে। কে তাহারে নেই-গো টানি, ভণ্ড জনের পিছন পানে। খামোশ নয়ণ, চাইবে যখন, আকাশ তখন দুরের ভেলা। নইরে জীবন মৃত্যুতে শেষ, অতি বাস্তব জন্ম চক্রে ঘেরা। আপনার জনম আপনার পাওয়া, আপন চেতন কর্ম সেরা। শ্রেয়তম প্রিয় প্রেমিক তিনি, তাহার প্রেমে জগৎ গড়া। চাঁতকের চোখ মেঘদলে, মেঘজলে নাওয়া-খাওয়া।
জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব০৮
One thought on “জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব০৮”
Leave a Reply
You must be logged in to post a comment.
আপনার লেখা বুঝার জন্য আলাদা জ্ঞান প্রযোজ্য।