জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব০৯

পাহাড় গুলো ওমন তরো, আটকে রাখে ভূবন বুড়োর। অশেষ রঙের বাহার মেখে,হর্তাহ প্রতীম রহেন হেসে । অবিচার যে আনবে ভবে,তাহার ঘর যে আধার রবে। অমল ও ধবলো পালে,ও দক্ষিণা-পবণ লাগিবে হালে। মেঘ বজ্র,রোগ-ভোগ,হানা-হানি কষ্ট আসিবে গায়ে । চরম ভুলে তোমরা দেখি আধার জীবন কিনলে ক্ষতি। কাহার ডরে কাটবে নিশি,তেমনে তেমন দুঃখের দুখী। অজানাতে যাচ্ছে সময়,তাই তো তোদের এমন কামায়। চোখ থাকিলে স্বরুপ দেখা,হৃদয় মাঝে তা আঁকবে ছটা। যেমন করে বীজের থেকে,বৃক্ষ আহার শ্বাস সবই মেলে। কেমন ধরে,সকল ভূলে,ঘুম তোমাদের নেয় গো টেনে। যেমন করে দিনের হাসি,রাত্রিতে এসে আধারে মেলে। কেমন করে জীবন গুলো,ঐ মৃত্যুর নামে ধড়কে ছাড়ে। জ্বীন জাতিদের ছায়া হুয়া,চোখ খুলে যা দেখরে হাবিব। মন জুড়ানো ঘর খানা তার,ভুল করোনা যায় গো বেলা। জন্ম যাহার ছায়া তলে,তাহার প্রেমেতে যাও না ধেয়ে। ও ধর্ম জুয়ার ফেৎনা ফেলে,সত্য চেতন হও রে ভেবে। মানব প্রেমে মেলেন প্রভু,প্রভেদ বানে জাতের ছেলে। মানবতা পায়ে দলে,যাও কোথা,পশুত্বতা কাঁধে লয়ে। না জানিয়া নাচন গাহন,সার হবে তোর দেখরে মদন। জ্ঞানের দূয়ার না খুলিলে,যায় কি পাওয়া প্রভুর দয়া। পাহাড় গায়ে জলের রাশি,কেমনে হই তা সাগর মুখি। কোন সাগরের মায়ায় পড়ে,হে ঝর্ণাধারা ঝরছে ঝরে। ফটিক সে জলে উতাল ঢেউয়ে,দিবা রাত্রি বয়ে চলে। পথিক জনম আশিক হও মন,মিলতে হবে প্রভুর সনে। মিথ্যা বোকার বাড়া বাড়ি,ওরা সত্যকে যাই ঈর্ষা করি। ফুলে আছে মধু কণা,তাতে মৌ মাছিদের আনা-গোনা। সেই ফুলেতে বিষের অণু,তা মাকড়োশার আহার ভেনু। যাহাতে যাহার জড়াবে জীবন,তাহাতেই পাবে প্রয়োজন।

3 thoughts on “জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব০৯

  1. অসাধারণ লেখনি,জীবন ও জগৎ বইটি একদিন না একদিন এই পৃথিবীর সেরা বই হিসাবে স্বীকৃতি পাবে।আর এটা শুধু সাধারণ বই নই।মানব জীবণের জন্য পথপ্রদর্শক ধর্মগ্রন্থও বটে

Leave a Reply