টুটুল ভেড়ো নতুন ফোক ভিডিও গান আহা ভুল ছিল, তোমার চাওয়াতে পাপ ছিল | কথা ও সুর করেছেন গীতিকবি দেহী ফারুক। ভিডিওটি নির্মাণ করেছেন এস.কে জাহাঙ্গীর। Aha Vul Chilo | TuTul Vero | Bangla Folk Video Song 2024 | Dehi Faruk | Faruk Geeti

Title: Vul Chilo
Singer: TuTul Vero
Lyric & Tune: Gitikobi Dehi Faruk
Music & Mix Master: Meer Aditaya Islam
DOP: Dhanshire Media
Edit & Color: SK Jahangir
Director: SK Jahangir
Producer: Dehi Faruk
Label: Faruk Geeti
আমার অন্তরে – Amar Ontore – Bangla New Folk Studio Video Song
স্বর্গেতে বাস করে – Sorgete Bash Kore New Folk Studio Video Song
টুনটুন ফকিরের নন্দ ভালো – Nondo Valo – New Folk Video Song
Vul Chilo – TuTul Vero – Dehi Faruk – Faruk Geeti – Bangla Folk Video Song
Lyrics
তোমার চাওয়াতে পাপছিলো,
অপর বিনাশীর সাধ ছিলো।
জাতের খুয়াড়ে যুদ্ধে মরদ,
আহা ভুল ছিলো বড়ো/মহা ভুল ছিলো।
আল্লাহর সৃষ্টিকে পায়ে দলে,
গদবাঁধা মন্ত্রে মুখো-বোলে।
অহমিকার দৌড়ে কংস নারদ,
স্বর্গটা কাড়াটায় ঝুলছিলো।
ব্রম্মার কৃষ্টিতে নরে ধরে,
ছলকাটা তন্ত্রে দুখো ডোরে।
মরিচীকা মৌড়ে ভিংগ্র গারদ,
ধর্মটা ধরাটায় ভুলনিলো।
জন্মাবর বৃষ্টিতে অহে রহে,
ফাদপাতা যন্ত্রে জুজুপড়ে।
দেহীফারুক গৌড়ে বংস মানব,
মর্মতে মজাটায় সুখএলো।
টুটুল ভেড়ো মৌলিক গান – ভুল ছিল