আপন মনের গহন তলে,
ডাক দিয়ে যায়।
ও ডাক শুনবী যদি হয় নিরালা,
আমি বাহির কোথা যায়।
শূন্য হাওয়া শূন্য বাড়ি,
শূন্য যে তোর আনা কড়ি।
শূন্য মাঝে গণ্যে ফিরি,
শপথ ভাংলে হবে দায়।
হন্যে ধাওয়া বন্যতারী,
জন্য যে যার কাড়া-কাড়ি।
দৈন্য-তারী হট কারী,
কসম রইছে বিধি আয়।
ধন্য গাওয়া ধন্য তুমি,
ধন্য তোমার এ কারবারী।
ধন্য তারী পূণ্য জারী,
দেহী ফারুক সহজ গায়।