তুমিনি আমার। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আমিনি তোমারী বন্ধে,
তুমিনি আমার।
মাঝে রঙ্গ ভৈ অরণ্য,
দেখাইলা বাহার।

চৈতে গাথা চড়ক ফুলে,
মালা দিবো কার।
যতনে গাথিয়া দেখি,
এ আপন গলার হার।

বৈতে গেলে অনেক দুরে,
ছিড়ে গেলো পাল।
হালেতে বাহিয়া বুঝো,
কী হাল জীবনে নৌকার।

কৈতে এলা কথক সুরে,
কথা ছিলো তার।
দেহীফারুক গাহিলে,
সে মরম কথার সার।

Leave a Reply