তুলছে ফণা। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

নিঠুরিয়াই তুলছে ফণা,
দরদী মোর ধরো।
তুমি ছাড়া আমার বন্ধে,
দরদী নাই কেহো।

    সাধু শয়তান দুয়ে লড়াই,
        তেমারী অলৌকিক ধারায়।
    শয়তান হবে বহিস্কৃত,
        সাধু তোমার ঘরো।

    আহা করার আছেন সবাই,
        দেখ দরদ দেবার নই।
    দরদীর তরে প্রতিষ্ঠিত
        কেহ যে নই কারো।

    নিয়তী নিয়ামের খেলায়,
        তুমি আমি এই দেখা তাই।
    হইবাম নব আবিস্কৃত,
        দেহীফারুক পারো।

4 thoughts on “তুলছে ফণা। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

Leave a Reply