তোমারী চরণ পাবো। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

        তোমারী চরণ পাবো
            নেচে নেচে গান গাবো
        ছিল সাধ পরানে জড়ায়ে
            অনেক কেঁদেছি রাত স্মরণে।

        সবে ফিরে যা বনে
            আমি একা রব ঘরে
        আনমনে কব কথা মননে
            চিন্ময় জাগরণ শয়নে।

        যাবি ভুলে যা মোরে
            আমি এথা রথ পুরে
        রাতদিন কাছাকাছি স্বপনে
            দ্বীন জয় ভালবাসা বাহনে।

        জাতি ভেদে যা দুরে
             তোরা যে আতুড় কুড়ে
        দেহী ফারুক বলেরে কাফনে
            নিজ জয় স্বভাবের দাফনে।

Leave a Reply