তোমার অফিসে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

তোমার অফিসে বন্ধু,
তোমার আফিসে।
বান্ধা রইলো তুহার ঐ মন,
ভবো প্রেমের ফাসিতে।

বেলা ছিলো দুপুর দুটা,
হলো আড় নয়ণে কথা।
রাত বারোটায় নাদুর মিটিং,
স্যার আর কলিকে।

ইষ্টু-পিষ্টু-মিষ্টি ভাষা,
স্যার গো দিলে ভালোবাসা।
অস্বতী তোর করণ বাঁকা,
তুই ডুবকে নরকে।

দেহীফারুক সাধন সেরা,
যাচ্ছে সবাইকে আজ চেনা।
জুজুর বিড়াল হচ্ছে গাড়া,
অমাবস্যা তিথিতে।

Leave a Reply