দম ফুরালে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

চলমান এই দেহঘড়ি,
দম ফুরালে যায় বেলা।
আপন জেনে ধরো কাফেলা ,
আপন জেনে গড়ো কাফেলা।

সাইন বোর্ডে ভূবণ ধন্য,
যত্র তত্র হিংসার দন্ধ।
মনো তোমার সময় কোথায়,
যুদ্ধ বোকার তাস খেলা।

বিশ্বাস হলো স্মরণের ভীত,
স্মরণী তাই ত্যাগে মহিম।
মনো তোমার মিলন কোথাই,
পবিত্রতার প্রাণ ভেলা ।

দেহীফারুক এক তিথীত,
দেখিলো কী থৈ তরঙ্গ।
মনো তোমার মরণ কোথাই,
তিন ত্রোতার ফাঁস খেলা ।

Leave a Reply