দাদু লালন। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

ও দাদু লালন মম বন্ধুরে,
মন গগণে গুরু চন্দ্ররে।
বাংলা মায়ের আঁচল ছায়ে,
এসে ছিলে মহা নন্দরে।

তুমিতো বন্ধু প্রেমো সিন্ধু,
ছলকী জলের বিজয় বিন্দু।
আধারো দ্বীপে জীবন বাত্তি,
জয় গুরুজী কান্ত রে।

বঙ্গের সাধু আছে কী যাদু,
গীত গীতিকা ছন্দের মধু।
মানবো রুহে পরম সন্ধি,
সুর সারে গা নন্দ রে।

দেহীফারুক সুরেশ্বর প্রভু,
মহা সুরকার কাকে কি কমু।
জাতেরী বুকে পদচিহ্ন রাখি,
বাউ বাউল অন্তরে।

Leave a Reply