তোমার কথা শুধাইলে,
দেখাই আসমানে!
ওহে আমার মনের মানুষ,
মনের মরমে।
তোমার নামে সিন্নি বিলাই,
খাওনা তুমি ওরা তা খায়।
তোমায় নিয়ে এ কোন খেলা,
মাতলো মিসকিনে।
আকাশ জমিন সে বরাবর,
তুমিনি আদমে অন্তর।
তোমায় ছেড়ে গেছে যে ওরা,
জ্বীনের অঙ্গনে।
হাছন, লালন, দেহীফারুক,
খুঁজে ফেরো মনের মানুষ।
নিজ হারা বেদ্বীনের বাসা,
ভাঙবে বেদ্বীনে।