দয়াময়। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

তুমি খেলছো খেলা দয়াময়,
আমি কি তাই বুঝিনাই।
তারাই তারাই গগণ ঢাকা,
সাগর জলে জোয়ার পাই।

তুমি দিচ্ছো যারে জ্ঞান,
সে আলোক মুক্ত প্রাণ।
এ অচেনা সাঈরের মাঝে,
তুমি ছাড়া কিছুই নাই।

তুমি ভাসাও জলে যান,
সেই জীবের আবাসন।
ঝিনুক বুকে মুক্তা কণা,
সে তুমি ছাড়া কে বসাই।

তুমি যুগাও যারে মান,
সেই তোমার প্রতিদান।
দেহীফারুক বন্ধু সোনা,
তুমি আমার চেতনায়।

2 thoughts on “দয়াময়। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply