ধ্বংস হোক – কবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

ধ্বংস করা হোক মুনাফিকদের দুই হস্ত,
হা হা তাতো এবার স্বমূলে ধ্বংসই তো।
কাজে আসিবে না তাদের উপার্জিত ধন দৌলত,
কোন কাজে আসিবে স্ত্রী পুত্র লোক লস্কর।

কোনই কাজে আসিবে না ভৌতিক বিভ্রান্ত অহংকার,
ধ্বংস হোক অর্ধম অনাচারী পাপিষ্ঠ ধ্বংস হোক।
ভাবাবেগ যত-সামান্য দুঃখ পাই উহাদের জন্য,
নিকটেই তাহাদের কে পাকড়াও করা হইবে।

পাকড়াও করা হবে তাদের সহযোগী সহচরদের কেউ,
আরও পাকড়াও করা হবে পাপাচারী পেতআত্মাদের কেউ।
শয়তানের পঙ্গপাল পালাবে কোথাই কি হতে চলিতেছে এথায়!
সাহায্য কামনা হে পরম প্রজ্ঞাময় আদি অনাদির শ্রেষ্ঠ শাঁই।

Leave a Reply