আপন সাধনারী বল,
দেহীফারুক থাকো অবিচল।
নগদে নরেতে ধরে,
আসমানি সেই ফল।
ও ঈশ্বর আছেন বরাবরী,
তাইতে এমন সুন্দর নারী।
অনাদী আদির অনন্ত,
চলে বয়ে জীবন চলাচল।
এ নশ্বর দেহের মরামরি,
মনরে যাইবো অন্তর ছাড়ি।
শরীরী অশরীরী চক্র,
ঘটে পটে যেমন অবিকল।
সে বিশ্বের কেন্দ্রে ঘুরাঘুরি,
তাও আপন কক্ষ পথধরি।
একাকী একান্ত ধর্ম,
ফলে বটে তেমন ফলাফল।