প্রণাম করি যারে বাংলা সন আবিষ্কারে
সেই বীর বাঙালী আকবর ভাই।
প্রকৃতির আবর্তনে তারি কথা পড়ে মনে
আজিকে নববর্ষের গান রচে যাই।।
সহিষ্ণুতারা কাঁদে চাপা দুঃখগুলো ফাঁদে
তবু আশার ভেলা ভাসমান বুকে।
প্রেমিক জুটির হৃদয় কি যেন পাবার আশায়
সুখের গহীনে রঙিন ছবি আঁকে।।
বহু ব্যস্ততার মাঝে কৃষাণ-কৃষাণীরা সাজে
পরিশোধ করতে অতীতের ঋণ।
মাঠভরা ফসল কেটে কুটে তোল
প্রস্তুত বাঁজাতে নববর্ষের বীণ।।
বণিক বাবুদের স্ত্রী কয় আজকে মিষ্টি ফ্রি
সবি বণিক করিবার স্বার্থে।
ঝেড়ে ঝুড়ে এখন বেঁধে প্রাণে পণ
বিলি করিতে রাজি পরার্থে।।
চাকুরীয়ালাদের মনে আধুনিকতার গান শোনে
তবু যেতে ইচ্ছুক নববর্ষের মেলায়।
কাঁদা মাটির মালসা পানতার সাথে খাবে ইলশা
ভাবিদের আজ্ঞা, ফিরিবে তবে বেলায় বেলায়।।
চঞ্চলমাঝি ছোটে সোজা পূজার ঘাটে
পার করবে গাঁও গেরামের যাত্রী।
খোকা খুকির বাই কেউ না দিলেও সাই
কিনবে তারা পুতুল বিয়ের পাত্রী।।
গাঁয়ের রাখালের দল চলরে সবে চল
গরু নিয়ে চরায় ঐ দূর মাঠে।
সারা দিনোমান কাটে অচেনা কোন বাটে
ভাবছে, কখন যাব নববর্ষের হাটে।।
পূরাতনের অবসানে নতুনের আগমনে
আজ ব্যথিত সবুজ বাংলার মুখ।
মন সুখের হরষে নববর্ষের পরশে
ভরিয়া উঠুক বাঙালীর বুক।।