নরক দেখা। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

সাত নরকের সাত চুলা,
জেনে বুঝে মন চালা।
মন ব্যাপারি ভাউনা পেলা,
দিন আখেরী সেই অবেলা।

একটা পানির তলদেশ,
অপর মাটির গহব্বরে বেশ।
কেউতো কারো বয়না সখা,
যে পড়েছে সেই একেলা।

একটা উপুড় উভচর,
অপর ঠোকর পাখায় ভর।
যেই পরানে সেই তো যথা,
কে দেয় খুটা গড়িয়ে চলা।

একটা চার পা হলো ভর,
অপর পা থেকে বুক চর।
দেহীফারুক নরক দেখা,
সুভাব হলে স্বর্গে গেলা।

2 thoughts on “নরক দেখা। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply