নূর নবী নূর নবী । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

        মুল খোদাকে চিনতে তোরা,
                করলী একি ভুল।
        নূর নবী নূর নবী আমার,
                নবী আশরাফুল।

        নবী আমার অনেক কেঁদে,
                মুক্তির দিশা আনলে জীবে।
        সেই দিশাতে বিষ মিশালো,
                মুয়াবিয়ার কুল।

        নবী আমার মিরাজ শেষে,
                আরশ- কুদসীতে ফিরে দেখে।
        সকল জীবের উৎস ভুমি,
                তিনি প্রথম ফুল।

        দেহীফারুক চিন্তা করে,
                মরণ যোমে ধরবে যারে।
        থাকবে না আর কোন আপন,
                কোন গরব ঝুল।

Leave a Reply