নয়ণে দেখা। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বুঝো নাই ভাবো নাই,
কত সাধনায় এই গান গাই।
আমার নয়ণে দেখা,
তোমার নয়ণে দেখা নই।

ছিলেম আমি জাতের খোকা,
দশে মতে হই মাতুয়ারা।
আপন দেহো নীড় আঙ্গিনায়,
চন্দ্র চন্দ্রীয় আলো জোছনায়।

পরের কথা সে পর ভাষা,
শুনে পড়ে একি সর্বনাশা।
ভ্রমে ভরা ভুল জঙ্গীতায়,
মন্ত্র মন্ত্রীও অপ ধর্মায়।

দিলেম আদি পরম দয়া,
নেঁচে গেয়ে তাইতে কওয়া।
দেহীফারুক সুর সঙ্গীতায়,
ছন্দ্রা ছন্দ্রীয় মোর মমতায়।

Leave a Reply