নয়ন মেলে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বেশতো খেলা জইমা গেছে,
আমার হর্তাহ নামের ঐ পরশে।
কে দেয় থাবা কে খায় থাবা,
নয়ন মেলে দেখনা এসে।

করছো নাটক ভাবছো বুঝি,
এই দুনিয়া এমনি যাবে।
আমার নবীর গলায় দিয়া ছুরি,
মিথ্যা নামে দোহায় নেড়ে।

ধরছো ভড়ং পড়ছো খড়ং,
আত্ম সাধন গায়ে মেখে।
ঘোলা জলে মইজা আছে,
দল বিদলের মালাম মেড়ে।

নিত্য পাপি রইছো মাতি,
ভূত ভাতড়ীর স্বপ্ন এঁকে।
দেহীফারুক রইলো ডুবে,
আপন খুদার প্রেম সরসে।

Leave a Reply