বসত করি পরে পরে,
পরবাসী ভূবনে।
বলো আমার সহে কেমনে,
ও প্রাণের বন্ধুরে।
আপন হাতে গড়িয়া সে ঘর,
কেনো তারে করিলে যে পর।
আমি প্রাণ তুমিই অন্তর,
এসো বন্ধু জীবনে।
তোমার সনে বাধা প্রেমো ডোর,
কবে হবে-হবে নিগো মোর।
চেনো আপনার আপন চেনো,
ধরো বন্ধু জড়ায়ে।
দেহীফারুক পরবাসী পুর,
হেনো বাঁশি বাজিলো বিধুর।
দয়া তোমার বিনয় মমো,
করো বন্ধু দয়া হে।