পাপ কে যদি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

পাপে না ছাড়ে মায়েরে,
পাপে না ছাড়ে বাপেরে।
পাপকে যদি পূণ্য কহো,
হবে না পাপ পূণ্যের ভালো।

বিষ কে যদি মধু বলো,
রবে না বিষ মধুর মত।
জোহর পুড়ায় পুড়বে তবে,
ও জানের জানু রে।

রাত কে যদি দিন ধরো,
পাবে না রাত দিনের আলো।
আধার আলোর পিনীক জলে,
ও চোখের উপরে।

দেহীফারুক বেলা গেলো,
পাপ দুরাচার দুরে সরো।
মোহর কালায় শুনতে নারে,
গাও ভাব সাঈ রে।

Leave a Reply