প্রথম অবতার। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

নইলে কি আর নাম বলে দেয়,
আদম প্রথম অবতার।
সৃষ্টি হতে শুভ্র আদম,
আদম সফল সভ্য দ্বার।

যা ফেরেস্তা জানলো না,
জীনেরা ভাবতে পারলো না।
জিজ্ঞাসীতে আদম সবার,
খুলে দেয় নামেরী দুয়ার।

আদম হয় তোমাতে খুশী,
তুমি হও আদমে তুষ্টি।
আদম ছাড়া তোমার পাবার,
নাইরে কোন যে দরবার।

মিথ্যুক মিথ্যা ছাড়লো না,
আদম সেজদা করলো না।
দেহীফারুক আয়রে আমার,
আদম রুপে কে ঐ প্রচার।

Leave a Reply