কোন প্রেমেতে প্রভু আমার,
আদম গড়িছে।
ওরে আদম গঠিছে,
জানলো না বুঝলো না ইবলিশে।
অহংকারে ঝাঁঝে পুড়ে,
আদম সেজদা দুরে ছুড়ে।
নির্বোধেরী ফলটি নিলো,
আদম ছুরত কাড়িতে।
ক্ষণ বাহার গায়ে তুলে,
কী জালাতন ভাবলো নারে।
কোথায় গিয়ে জুড়ায় পরাণ,
আজনের দুঃখ পুড়াতে।
আদমেরী নিগুঢ় তথ্য,
না জানিয়া ইবলিশ হদ্য।
দেহীফারুক হই হতবাক,
আদম খুদা এক সাথে।