প্রাণ বন্ধে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

প্রাণ বন্ধে আমার,
কইবো কারে আর।
বন্ধে পাব উদাস হব,
কুলেতে না বাধবো ঘর।

এপার হলো আওলা ঝাওলা,
বন্ধে প্রেমে মন মাতাইলা।
এপারেতে কান্দি বসি,
ও পারেতে রেখে কার।

এবার বল হাওলা হরতা,
বন্দে রঙে সং মজাইয়া।
পরাণেতে সাঙ্গ করি,
পরয়ারে পাব তার।

হলাম দেহীফারুক বাউলা,
বন্ধে স্বরে সুর বাজাইলা।
ভব পারে বান্ধি জারি,
নেচে গেয়ে হব পার।

Leave a Reply