প্রেমো মনিহার। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

যত বেশি ভাবনা,
তত বেশি ভার।
ভাবনা বিলায়ে দিয়ে,
জেতো প্রেমো মনিহার।

আমি তুমি সে তাহারা,
কেনো মিছে ভাবো ভারা।
হিংসুক যে সর্বহারা,
তার স্বপনো আধার।

স্বস্তির বহে ধারা,
পিপাসিতো পথহারা।
দেখে নেবার মরিচীকা,
এ যে কানারী বাজার।

আপনো চেতন সাড়া,
কেনো পিছে চেয়ে ওরা।
দেহীফারুক ভাবো ধারা,
তার দেখিও বাহার।

Leave a Reply