কতনা দরদে বন্ধে দরদ করিতে,
এতনা দরদের তুমি কেমনে ভুলিতে।
যার দরদে দরদী হলাম,
দঃখীনীর গঞ্জে।
কি আর বলি দুখের কথা,
দঃখ জড়ানো যথা তথা।
সুখী মানব দেয় না দেখা,
না ছাড়া দুখেতে।
যার জীবনে সেইরে একা,
ছেড়েদে তোর দুকলা পনা।
বুঝি বুঝার পরেই খোঁজা,
জাগরে বাধিতে।
দেহীফারুক আয়রে সখা,
কেও না বুঝবে মরম ভাষা।
পড়শী তোমার পেলে ছুয়া ,
বাঁচবে সুখেতে।