লিখি দিল হরা ফকিরী গান,
এলমে মারফতের দেহ প্রাণ।
জাতির যারা জাতের তোরা,
জেনে নিন গো সমাধান।
মানি ঈশ্বর-আল্লাহ-ভগবান,
এই ভাষা ব্যাপি যত নাম।
মানব সত্য-মানব তথ্য-মানব পথ্য,
আছেন সত্যের ডাকা নাম।
আমি বলবো গো কাহার পালোয়ান,
আত্ত্ব তথ্যের জারি গান।
আপন কথ্য -আপন গদ্য-আপন পদ্য,
মানেন কথ্যের কলোতান।
জানি ভালো মন্দের দুইটি জাত,
যার ধড়ে তার বসবাস।
দেহীফারুক-দেহীফারুক-দেহীফারুক,
জানেন জন্যের জয়ো-যান।
Excellent
thank you
Excellent lyric
thanks a lot