ফন্দি ফিকির – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

বেশ তোমাদের খবর আছে,
ব্রেক নিউজে যবর আছে।
এই অবেলায় ফন্দি ফিকির,
শহরেতে ঢুংকা নাচে।

মানলে আদম করলে অধম,
দেখ দেখি এ কি বেসরম।
আমার সে কি হই প্রিয়জন,
যার প্রিয়া তার খোঁজে গেছে।

আসবে মাতম লুটবে জনম,
কয়দিনেরী রুপের গরম।
তাহার মোরে নাই প্রয়োজন,
আমার কি আর করার আছে।

ভাংলে কসম তুল্যে কদম,
জানলে আমি আজ নরাধম।
দেহীফারুক মোর প্রাণোধন,
সে প্রাণপুটিলা তাহার কাছে।

Leave a Reply