মম পরাণ ও প্রাণ দিয়ারে,
তুমি কই বন্ধু কই রইলারে।
একা সখা মন কাঁদে,
ভাঙ্গা গড়া তোর বিরহে।
অনন্ত এ জীবন তীরে,
খুজে খুজে বেড়াই ফিরে।
বাউলা মনের পরম লীলে,
চাইয়া সবাই পাগল কিরে।
ডুবন্ত এ ভবের কূলে,
বিশ্বাসেরী মশাল জ্বেলে।
আউলা জাউলা বাওলা উড়ে,
আইসা দেখবি গড়াই কেরে।
জলন্ত এ পাষাণ পুরে,
দূর সরে থাকিস নারে।
জাতের কাওয়াই কাকা করে,
দেহী ফারুক জাত ছাড়ারে।