বন্ধু শ্রী লালন । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

আমার বন্ধু শ্রী লালন,
তার তুলনা নাই।
দেহীফারুক ধরাধামে,
আমরা তোমার ডাকি শাঁই।

খাঁচার মাঝে অচীন পাখি,
অচীন দেশের গান বুনাই।
আমার আমি ভুলতে পারি,
তোমায় বন্ধু ভুলার নাই।

ঈমান হারা ঘুবিস যরা,
আজীব জনম নিগা দায়।
আদম আদি হইনে পাপী,
আদম ভিন্নে কোথাই পাই।

মানব বলে বিধান বুলী,
অবোধ বলদ কোথাই গেলি।
মানব জয়ী ডুববে কালী,
ওহে সুন্দর মানব শাঁই।

Leave a Reply