বল না কানাই। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

প্রাণ সখীরে বল না কানাই,
কোন পথে গেছে।
ও সে বাজাই বেনু চরাই ধেনু,
ঐ তেপান্তরের মাঠে রে।

লাজ সরমের বালাই গেছে,
আমার গেছে ঘর কূলরে।
ওহে আমার নদের চাঁদো,
আমার গলার মালারে।

সখী যোগী যা পাই-গো না যোগে,
তাহার রাখি কোন যতনে।
ও সে আমার প্রাণ-নাথ,
তাহার চরণ দাসীরে।

বাধ বারণের বাধায় পড়ে,
অবহেলায় যেদিন বয়ে।
দেহীফারুক পাবো কি আর,
আমার পরাণ পতিরে।

One thought on “বল না কানাই। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

Leave a Reply