চল যাই চল যাই সখী,
জল ভরীতে যায়।
কানু কানাই মোহনতানে,
সঁইলো বাঁশরী বাজাই।
কেমন তোদের সাজন গোজন,
সইগো সহোনো না যাই।
মনে প্রাণে প্রেমো আগুন,
সইরে ধিকি ধিকি ধাঁয়।
যমুনা নদীর জলের নাঁচন,
সইগো উছলী ধারায়।
লীলে খেলে মহারঙ্গে,
সইরে মনমোর জুড়ায়।
দেহীফারুক সুন্দর শ্যামল,
সইগো সুরেরী সূধায়।
বসে আছে সে নিরালায়,
সইরে কদম্ব ডালায়।
বাঁশরী বাজাই। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।
2 thoughts on “বাঁশরী বাজাই। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।”
Leave a Reply
You must be logged in to post a comment.
EXCELLENT
thanks