বাইচা রবে মন বাইচা রবে মন,
অনন্ত জীবনও মাঝে বাইচা রবে মন।
ভূল করো না পাপ করো না,
ওরে আপন জন।
ঐ না দেখ জলরাশি বানে ভাসে তোড়,
খরতাপে আবার দেখা নাই চিহ্ন তোর।
আশা যাওয়ার এ ভূবণে,
পাইরে তোর দেহে মরণ।
ঐ রে বায়ু নিয়করী বইছে নিরতর,
আকার আছে এবার নাড়া ঝড়ে দিচ্ছে দৌড়।
নিরাকারে রইসে মিশে,
নিরাশ হবার নাই কারণ।
ঐ যে আগুণ হয় করী কি চমৎকার,
হঠাৎ ধরে স্বরুপ নিভলে রাতি অন্ধকার।
দেহীফারুক মরে কে রে,
পড়ছে ছানি তোর নয়ন।বাইচা রবে মন – অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক
2 thoughts on “বাইচা রবে মন – অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক”
Comments are closed.
চমৎকার লেখনী
অসংখ্য ধন্যবাদ