বাইস্কোপ। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

হায় রঙিলা মন মোরী নিহারে,
কি চমৎকার দেখা গেলো আহারে।
হায়রে মজার বায়স্কোপ,
কে দেখাই দিলো আমারে।

উজান গায়ের পথিক তুমি,
তোমার উদাস করা ডাক।
সকাল দুপুর সন্ধা নিশি,
শুধাও দিবারাত।
তাইতো তোরে মনে ধরি মায়ারে,

জীবন গাংগের মহিম তুমি।
তোমার জয়ের ধারাপাত,
ভিতর বাহির দৃশ্য তারি।
দেখাও হে প্রকাশ,
পাইতে যদি প্রাণ নারি তাহারে।

মহান মনের মানুষ তুমি,
তোমার মহৎ বড়া কাজ।
এপার ওপার নিত্যচারী,
করাও বসবাস।
দেহীফারুক তোরে ভজি বাহারে।

Leave a Reply