বার্ধক্য। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

চিতায় পুড়ে যবে হবো ছাই,
তখন জ্বালাবে তুমি বলো কে আমায়।
ভালোবাসার অজুহাতে ভূর্তকী দিতে দিতে,
বার্ধক্য লেগে গেছে গায়।
আমি কারে ফেলে কারে আনি,
এদেখী তাদেরও নানী।
জীবনের ধারাপাতে সময়ের সংঘাতে,
ঝোক বুঝে পায়িয়াছো তাই।
তুমি সংসারে বউ জানি,
ও শুয়ামিরে টানা ঘানি।
নিয়তির মায়ামঠে ভজনের সহমতে,
ভোগ ভুলে বলিয়াছো শাঁই।
দেহীফারুক বাউলা গণি,
সে সাধু পরশও মণি।
নিয়মের ছায়াপথে মরণের কড়াঘাতে,
কোন দিনে পাখি উড়ে যাই।

Leave a Reply