বিচার করে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

যার মনে যা লাগে,
দেহীফারুক বিচার করে।
আমি কি এমনি রবো,
বন্ধুয়া মোর ওরে।

মন তলে তোমার প্রীতি,
ভুলে এলাম সকল স্মৃতি।
আহারে বাওলা হাওয়া,
আমায় নিয়ে উড়ে।

যার জীবণ তার বধি,
সাথেতে পাই অটল নিধি।
বাহারে ভাউতা বাওয়া,
পর দুষায়ে চলে।

তুমি চালাও আমি চলি,
নিন্দুক করে চুকল খরী।
বিগাড়ে জন্তু জুকার,
হাছোড় মেরে ফেরে।

Leave a Reply