বিবেকের আদালতে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দুনিয়া স্বপ্নচারী,
আমার আমার ভুল।
বিবেকের আদালতে,
চেয়ে দেখ কে বসে নির্ভুল।

কারে তাড়ায় এ বাদশাহী,
কারে ভাবিস রে পর তুই।
পড়িছে পড়বে ধরা,
বেধেছে ভবেরী ষোড়জোল।

সারে যাহা এ মাস্তানী,
বারে তাহা সে নাম নামী।
মরিছে মরবে মরা,
লেগেছে আখেরী হট গোল।

দ্বারে আমার দেখনা চাহি,
মারে করেছে কে ননী চুরি।
পচিছে পচবে পচা,
এসেছে ফারুকগীতি বল।

4 thoughts on “বিবেকের আদালতে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply