বিশ্বকবি – গীতিকবিতা/ অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ,

শ্রেয় শ্রেয় তোমায় আদাপ।

একলা পথের দিশারিতে একান্ত মানবতা প্রসারিতে,

ধন্য জননী ভাষা বঙ্গের নাথ।

এই বিশ্বের রবি বাংলার কবি,

জিতেন্দ্র জীবনীর প্রচ্ছদ ছবি।

আহা কি আনন্দ জয় ভাষা বঙ্গ,

জলন্ত মহাশিখা প্রভু কবিনাথ।

সুরেশ্বর হরি বাংলার কবি,

মহেন্দ্র মহিনীর গীত গীতাঞ্জলি।

বাহা কি যে ছন্দ সুর সূধাঅঙ্গ,

চয়ন্ত চয়নিকা প্রিয় কবিনাথ।

ঐ স্বর্গের তরী বাংলার কবি,

জ্ঞানেন্দ্র নিহারীর প্রজ্জল নুরী।

দেহীফারুক অন্ত মোর মহাকান্ত,

অনন্ত মহামিতা প্রেম কবিনাথ।

3 thoughts on “বিশ্বকবি – গীতিকবিতা/ অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

Comments are closed.