দুহাই এমন মরা মরো না,
এই দেহতরী বিষম দহনা।
জন্ম মৃত্যু উলয় বিলয়,
যার রুপে তার চেহারা।
বিধানে কয় গ্রন্থে লেখা,
জাতি ধর্মের এ কোন দশা।
শুনে পড়ে করো বক্তাগিরী,
নিজের তরে নাই ভাবনা।
কিলায়ে খায় কাঁঠাল পাঁকা,
বাধা পাথরে ঠুকাই মাথা।
ছোটে জোটে ভূতো জুব্বাধারী,
আদম খোদে খুদা মানো না।
নিড়ালে আয় আপকে চেনা,
দুরে নই খাছলোতী সরা।
দেহীফারুক কে চিন্তা করি,
জীবণ নীড়ে থীড়ে ভজনা।