বাঁশরী বাজাই,
সে যে বাঁশরী বাজাই।
প্রাণ নন্দ মম প্রাণ ছন্দ,
বড় আনন্দ আনন্দ আনন্দ।
ওরে আমি কবি নই,
কে ছন্দ কথা কয়।
তব প্রাণ নদী কুল ছেফে,
শুষ্ক প্রাণ পেলো শ্রাবন্ত।
ওরে এসো মিরাবাঈ,
সূরা পেয়ালা বুঝাই।
নব নৃতঙ্গী চলো নেঁচে,
বিজয়ী গীত ধারা সুমন্ত।
ওরে অচীন প্রেম ঢেউ,
বাঁধ সাধিলো কেও।
ঐ অবতলে চাঁদ গগনে,
দেহীফারুক প্রেম নন্দ।